315) (Story গল্প 13) নববর্ষের খাওয়া (Eating of New Year )। – Written by Junayed Ashrafur Rahman ✒

315 https://v.gd/BM0Z3Z ) (Story গল্প https://v.gd/THTBn3 – 13) নববর্ষের খাওয়া (Eating of New Year )। – Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com

#newyear #Politics #fastival #eating


🌟 The leader did not organize eating on the occasion of the New Year.

🌟 The worker asked the leader without getting the New Year’s eating, “The leader did not arrange for food on the first day of this New Year.”

Leader: – Election is some days later. So I did not arrange for eating.

Worker: – There are election, so you will feed more.

Leader: – I will not do election.

Worker: – What happened? You have money to feed people.

Leader: – This year does not feed due to elections.

Worker: – The leader, explain the matter a little.

Leader: – There are election in front of this year. So all the candidates are busy to increase votes. I will not be candidate. But if I feed this new year as like every year, then others will think that, I will do election this year. So they will start considering me as their rivals. Thus I will be competing for others without doing election. So this year I do not arrange the New Year feeding.

Worker: – I understand. That’s why we think you are a bigger leader than others. (The End) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman

🌟 নেতা এবার নববর্ষ উপলক্ষে খাওয়ার আয়োজন করলেন না।

🌟 নববর্ষের খাওয়া না পেয়ে নেতাকে কর্মী জিজ্ঞেস করলেন , “নেতা , এই নববর্ষের প্রথম দিনে তো খাওয়ার ব্যবস্থা করলেন না।”

নেতা : – সামনে নির্বাচন। তাই খাওয়ার ব্যবস্থা করি নি।

কর্মী : – নির্বাচন আছে , তাই আরও বেশি করে খাওয়াবেন।

নেতা : – আমি তো নির্বাচন করব না।

কর্মী : – তাতে কী হয়েছে ? আপনার টাকা আছে আপনি খাওয়াবেন।

নেতা : – এই বছর নির্বাচনের কারণে খাওয়াব না।

কর্মী : – নেতা , বিষয়টা একটু বুঝিয়ে বলেন।

নেতা : – এই বছর সামনে নির্বাচন আছে। তাই সকল প্রার্থীরাই ভোটের জন্য ব্যস্হ। আমি নির্বাচন করব না। কিন্তু যদি প্রতি বছরের মত এবারও নববর্ষের খাবার খাওয়াই , তাহলে অন্যরা মনে করবে আমি এবার নির্বাচন করব। তাই ওরা আমাকে ওদের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা শুরু করবে। এভাবে নির্বাচন না করেই অন্যদের প্রতিদ্বন্দ্বী হতে হবে। তাই এই বছর নববর্ষের খাওয়া হবে না।

কর্মী : – বুঝলাম। এই জন্যই তো আপনাকে অন্যদের চেয়ে বড় নেতা মনে করি। (সমাপ্ত) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman

Leave a comment