632)(Story-32)Yaba boss.(ইয়াবা বস।) – Written by Junayed Ashrafur Rahman ✒

September 23, 2022 Friday
632 https://v.gd/MyWritingsFrom601 )(Story-32)Yaba boss.(ইয়াবা বস।) – Written by https://v.gd/JunayedAshrafurRahman

#Story #Fantasy #Adventure

Yaba traders were caught after questioning the Yaba boss.

Colonel Bachchu is in a very cheerful mood today. Because many Yaba traders have been arrested in the last few days.

The official mobile phone rang. Colonel Bachchu answered the phone and asked, “Hello?”

Then unspeakable abuse was heard from the other side. Colonel Bachchu did not expect such abuse. So he asked, “Who did you call?”

From the other end it was said with abuse, “Are you not Colonel Bachchu?”

Colonel Bachchu kept his temper and asked again, “Which number did you call? Tell me the number.”

It was said from the other end, “01….”

Colonel Bachchu realized it was not a divert call. This is direct phone calls.

Colonel Bachchu was patient again and said very calmly, “Your courage is not lacking. You are calling the RAB camp and abusing a responsible colonel. Why are you doing this?”

Again unspeakable abuse was given from the other end and it was said, “Why did you arrest the yaba traders? Do they sell yaba with your father’s money? And those who eat yaba, do they buy and eat yaba with your father’s money? I am the boss of yaba traders.”

Colonel Bachchu was very patient and said, “No one does yaba business with my father’s money. And no one eats yaba with my father’s money. But the country’s government has taken a strict stand against yaba and other drugs. So as a responsible officer of the republic, I Doing my duty.”

Hearing this, it was said from the other end, “Keep your responsibility. And if you have arrested any Yaba trader, then I will release your colonelship.”

By saying this, the connection was disconnected from the other end.

Colonel Bachchu patiently placed the mobile phone on the table. Seeing this, Major Mofiz said, “Sir, any problem? Has there been a call from the Home Ministry?”

Colonel Bachchu said, “No, but the style of abuse that I received today, I have never had in my working life. I know police style or military style abuse. But the style of abuse that I have been given now does not match any style.”

Major Mofiz said, “Called and abused you. Then let’s put that rascal in the crossfire.”

Colonel Bachchu said, “Is crossfire a trifle? Can anyone be given crossfire whenever they want?”

Major Mofiz then said, “So what do you do now?”

Colonel Bachchu said to Major Mofiz, “Now I will insert the number from which the call came and search it on the internet. Let’s see if this number has a Facebook, Twitter or any other account on the internet. If not, then I will track down and arrest that rascal.”

Colonel Bachchu then went to the Google browser on his Android phone and inserted the number and searched. But no account of that number was found on Facebook, Twitter or any other social platform. So he tracked the number and also got the location of that number.

Colonel Bachchu said to Major Mofiz, “Let’s go, let’s catch that rascal. Take out the motorcycle.”

Colonel Bachchu and Major Mofiz arrested the rascal from the bank of the Bay of Bengal on the western side of Teknaf Bazar by driving a motorcycle.

Colonel Bachchu asked the rascal, “What is your name?”

Then the man said, “My name is Shivaram. Who are you?”

Colonel Bachchu said, “I am Colonel Bachchu. The one you called a while ago.”

Shivaram said threateningly, “You are Colonel Bachchu. You have no less courage. You have come to arrest me. You know who I am?”

Colonel Bachchu said, “Yes, I know. You introduced yourself on the phone a while ago, you are the boss of Yaba traders. Then there is no need to introduce yourself again.”

And very calmly Colonel Bachchu said, “You come with us to our camp. Otherwise I will shoot you here.”

Hearing this, Shivram came to the RAB camp with Colonel Bachchu.

Now Colonel Bachchu very calmly said to Shivaram, “You will be much older than me. So I will not beat you like a dog in conventional style. But what I will do is more serious.If you don’t answer my question correctly, I will tie your two feet together and hang you upside down from a ceiling fan.Then you will have a lot of trouble. Even drops of blood will come out from the nose and ears. Then you would rather die than suffer. If you want well, then answer my question correctly. Now tell me why you called me and abused me like this?”

Hearing this, Shivaram said, “I don’t do Yaba business and I didn’t know Yaba traders before.”

Colonel Bachchu said, “Then why did you abuse me like this?”

Shivram said, “Yesterday, two Yaba traders came to me and gave me ten thousand taka and said, ‘Brother, you should call the RAB camp and tell them not to stop us from doing Yaba business.’ So I called and abused you after getting ten thousand taka.”

Colonel Bachchu said, “You risked your life just for the sake of ten thousand taka?”

Shivaram said, “I am a needy person. I am short of money. So I had no idea about getting ten thousand taka. Again they gave me a yaba and told me to call you after half an hour after eating this yaba. I ate the yaba as they said. My senses were not functioning properly after eating. So I called and told you what came through my mouth.”

Colonel Bachchu took the names and addresses of those Yaba traders from Shivram. And the Yaba traders of that area were arrested and brought to the camp.

Colonel Bachchu asked the Yaba traders, “Why did you leave Shivram behind us?”

Then a Yaba businessman said, “We were afraid of your actions that you might arrest us. So we targeted Shivram with great strategy. Shivram is already a needy person.He got ten thousand taka and he was upset. And I gave him a yaba, so that he can say whatever he wants to you and you arrest him too. As a result, you will catch Shivaram without catching us.But now we have seen that Shivram was also caught and we were also caught. So our strategy didn’t work anymore.”

Colonel Bachchu now handed over Shivram and Yaba traders to the police. (The end) https://v.gd/503Modernstory ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33’58.6″N 90°41’30.4″E

My home Location ✒ https://urlz.fr/j12V But I don’t live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

ইয়াবা বসকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবা কারবারিদেরকে ধরা হলো

কর্নেল বাচ্চু আজ বেশ ফুরফুরে মেজাজেই আছেন। কেননা গত কয়েকদিনের অভিযানে অনেকগুলো ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছেন।

অফিসিয়াল মোবাইল ফোনটা তখন বেজে উঠল। কর্নেল বাচ্চু ফোন রিসিভ করে জিজ্ঞেস করলেন,”হ্যালো?”

তখন ওপাশ থেকে অকথ্য গালিগালাজ শোনা গেল। কর্নেল বাচ্চু এ রকম গালিগালাজের আশা করেননি। তাই তিনি জিজ্ঞেস করলেন,”আপনি কাকে ফোন করেছেন?”

অপর প্রান্ত থেকে গালিগালাজসহ বলা হলো,”তুই কি কর্নেল বাচ্চু না?”

কর্নেল বাচ্চু মেজাজ ঠান্ডা রেখে আবার জিজ্ঞেস করলেন,”আপনি কোন নাম্বারে ফোন করেছেন? নাম্বারটা একটু বলুন তো।”

অপর প্রান্ত থেকে বলা হলো,”০১….।”

কর্নেল বাচ্চু বুঝতে পারলেন এটা কোন ডাইভার্ট কল না। সরাসরি ফোন কল।

কর্নেল বাচ্চু এবারও ধৈর্য ধারণ করে অত্যন্ত শান্তভাবে বললেন,”আপনার সাহস তো কম না। আপনি র‍্যাব ক্যাম্পে ফোন করে একজন দায়িত্ববান কর্নেলকে গালিগালাজ করছেন। আপনি কেন এটা করছেন?”

অপর প্রান্ত থেকে আবারো অকথ্য গালিগালাজ দেয়া হলো এবং বলা হলো,”তুই ইয়াবা কারবারিদেরকে গ্রেফতার করেছিস কেন? তোর বাপের টাকা দিয়ে কি ওরা ইয়াবা বিক্রি করে? আর যারা ইয়াবা খায়, ওরা কি তোর বাপের টাকা দিয়ে ইয়াবা কিনে খায়? আমি ইয়াবা কারবারিদের বস।”

কর্নেল বাচ্চু এবারও অত্যন্ত ধৈর্য ধারণ করে বললেন ,”না কেউই আমার বাপের টাকা দিয়ে ইয়াবার কারবার করে না। আর কেউই আমার বাপের টাকা দিয়ে ইয়াবা খায় না। কিন্তু দেশের গভমেন্ট ইয়াবা ও অন্যান্য মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাই প্রজাতন্ত্রের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আমি আমার কর্তব্য পালন করছি।”

এ কথা শুনে অপরপ্রান্ত থেকে বলা হলো,”রাখ তোর দায়িত্ব। আর যদি কোন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছিস, তাহলে তোর কর্নেলগিরি আমি ছুটিয়ে দেব।”

এ কথা বলে অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলো।

কর্নেল বাচ্চু অত্যন্ত ধৈর্য ধরে মোবাইল ফোনটা টেবিলের উপর রাখলেন। এটা দেখে মেজর মফিজ বললেন,”স্যার কোন প্রবলেম? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন ফোন এসেছে কি?”

কর্নেল বাচ্চু বললেন,”না, তবে আজ যে স্টাইলে গালিগালাজ খাইলাম, সেটা আমার চাকরির জীবনেও খাইনি। পুলিশি স্টাইল অথবা মিলিটারি স্টাইলের গালিগালাজ তো আমি চিনি। কিন্তু এখন যে স্টাইলের গালিগালাজ আমাকে দেয়া হলো, সেটা কোন স্টাইলের সঙ্গে মিলছে না।”

মেজর মফিজ বললেন,”আপনাকে ফোন করে গালিগালাজ করেছে। তাহলে ওই বদমাশটাকে গিয়ে ক্রসফায়ারে দিয়ে দিই।”

কর্নেল বাচ্চু বললেন,”ক্রসফায়ার কি হাতের মোয়া? চাইলেই যাকে যখন খুশি তখন ক্রসফায়ারে দিয়ে দেয়া যায়?”

মেজর মফিজ তখন বললেন,”তাহলে এখন কী করবেন?”

মেজর মফিজকে কর্নেল বাচ্চু বললেন,”এখন যে নাম্বার থেকে ফোন এসেছে এটা ইন্টারনেটে ইনসার্ট করে সার্চ করব। দেখা যাক, এই নাম্বারের ইন্টারনেটে ফেসবুক, টুইটার অথবা অন্য কোন একাউন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে ট্রেক করে ওই বদমাশটাকে গ্রেফতার করে নিয়ে আসব।”

কর্নেল বাচ্চু তখন নিজের এন্ড্রয়েড ফোনে গুগল ব্রাউজারে গিয়ে নাম্বারটা ইনসার্ট করলেন এবং সার্চ করলেন। কিন্তু ফেসবুক, টুইটার অথবা অন্য কোন সামাজিক প্ল্যাটফর্মে ওই নাম্বারের কোন অ্যাকাউন্ট পাওয়া গেল না। তাই তিনি নাম্বারটা ট্রেক করলেন এবং সেই নাম্বারের অবস্থানটাও পেয়ে গেলেন।

মেজর মফিজকে কর্নেল বাচ্চু বললেন,”চলো যাই,ওই বদমাশটাকে ধরে নিয়ে আসি। মোটরসাইকেলটা বের কর।”

কর্নেল বাচ্চু আর মেজর মফিজ মোটরসাইকেল চালিয়ে টেকনাফ বাজারের পশ্চিম দিকের বঙ্গোপসাগরের তীর থেকে ওই বদমাশটাকে গ্রেফতার করলেন।

ওই বদমাশটাকে কর্নেল বাচ্চু জিজ্ঞেস করলেন,”তোমার নাম কী?”

তখন সেই লোকটা বলল,”আমার নাম শিবরাম। তুই কে?”

কর্নেল বাচ্চু বললেন,”আমি কর্নেল বাচ্চু। কিছুক্ষণ আগে যাকে তুমি ফোন করেছো।”

শিবরাম ধমক দিয়ে বলল,”তুই কর্নেল বাচ্চু। তোর সাহস তো কম না। তুই আমাকে এসেছিস গ্রেফতার করতে। তুই জানিস আমি কে?”

বললে,” হ্যাঁ, আমি জানি। তুমি একটু আগে ফোনে পরিচয় দিয়েছো, তুমি ইয়াবা কারবারীদের বস। তাহলে আর নতুন করে তোমার পরিচয় জানার দরকার নাই।”

এবং অত্যন্ত শান্তভাবে কর্নেল বাচ্চু বললেন,” তুমি আমাদের সঙ্গে আমাদের ক্যাম্পে চলো। তা না হলে এখানেই তোমাকে গুলি করে মেরে ফেলে দেব।”

এ কথা শুনে কর্নেল বাচ্চুর সঙ্গে শিবরাম র‍্যাব ক্যাম্পে এলো।

এবার কর্নেল বাচ্চু অত্যন্ত শান্তভাবে শিবরামকে বললেন,”আপনি আমার বয়সে অনেক বড় হবেন। তাই আপনাকে আমি প্রচলিত স্টাইলে কুকুরের মতো পেটাব না। কিন্তু যা করব সেটা আরো মারাত্মক। আপনি যদি আমার প্রশ্নের ঠিক উত্তর না দেন, তাহলে আপনার দুপা একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে আপনাকে উল্টো ভাবে ঝুলিয়ে রাখব। তখন আপনার খুব কষ্ট হবে। এমনকি নাক আর কান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বের হবে। তখন ওই কষ্ট ভোগ করার চেয়ে আপনি মরে যেতে চাইবেন। যদি ভালো চান, তাহলে আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবেন। এবার বলুন আমাকে ফোন করে কেন এভাবে গালিগালাজ করেছেন?”

এ কথা শুনে শিবরাম বলল,”আমি মূলত ইয়াবা কারবার করি না এবং ইয়াবা কারবারিদেরকে আগে চিনতামও না।”

কর্নেল বাচ্চু বললেন,”তাহলে আমাকে এভাবে গালিগালাজ করেছেন কেন?”

শিবরাম বলল,”গতকাল আমাকে দুজন ইয়াবা কারবারি এসে দশ হাজার টাকা দিয়ে বলল,’ভাই, র‍্যাব ক্যাম্পে আপনি ফোন করে বলবেন,যাতে আমাদেরকে ইয়াবা কারবারে বাধা না দেয়।’ তাই দশ হাজার টাকা পেয়ে আপনাদেরকে আমি ফোন করে গালিগালাজ করেছি।”

কর্নেল বাচ্চু বললেন,”মাত্র দশ হাজার টাকার কারণে আপনি নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে দিলেন?”

শিবরাম বলল,”আমি একজন অভাবী মানুষ। টাকার অভাবে আছি। তাই দশ হাজার টাকা পেয়ে আমার কোন হুঁশ ছিল না। আবার আমাকে ওরা একটা ইয়াবা দিয়ে বলেছিল যে, এই ইয়াবা খেয়ে আধা ঘণ্টা পর যেন আপনাদেরকে ফোন করি। তাদের কথা মতো আমি ইয়াবা খাইলাম। খাওয়ার পরে আমার হুঁশ জ্ঞান ঠিকমতো কাজ করছিল না। তাই ফোন করে মুখ দিয়ে যা এসেছে সেটাই আপনাকে বলেছি।’

এবার শিবরামের কাছ থেকে কর্নেল বাচ্চু ওই ইয়াবা কারবারিদের নাম ঠিকানা নিলেন। এবং ওই এলাকার ইয়াবা কারবারিদেরকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে এলেন।

ইয়াবা কারবারিদেরকে কর্নেল বাচ্চু জিজ্ঞেস করলেন,”শিবরামকে তোমরা কেন আমাদের পেছনে লেলিয়ে দিয়েছো?”

তখন এক ইয়াবা কারবারি বলল,”আপনাদের তৎপরতায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে, এবার হয়তো আমাদেরকে আপনারা গ্ৰেফতার করবেন। তাই অত্যন্ত কৌশল করে শিবরামকে আমরা টার্গেট করলাম। শিবরাম এমনিতেই অভাবী মানুষ। দশ হাজার টাকা পেয়ে সে বেসামাল হয়েছিল। আর তাকে একটা ইয়াবা দিয়েছিলাম, যাতে আপনাদেরকে যা খুশি তা বলে আর আপনারাও তাকে গ্রেফতার করেন। ফলে আমাদেরকে না ধরে শিবরামকে আপনারা ধরবেন। কিন্তু আপনারা এখন দেখলাম শিবরামকেও ধরলেন আমাদেরকেও ধরলেন। তাই আমাদের কৌশল আর কাজে লাগলো না।”

কর্নেল বাচ্চু এবার শিবরাম ও ইয়াবা কারবারিদেরকে পুলিশের হাতে তুলে দিলেন।(সমাপ্ত) https://v.gd/503Modernstory ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33’58.6″N 90°41’30.4″E

My home Location ✒ https://urlz.fr/j12V But I don’t live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

631)(Story-31)Yaba gang.(ইয়াবা গ্যাং।) – Written by Junayed Ashrafur Rahman ✒

September 8, 2022 Thursday
631)(Story-31)Yaba gang.(ইয়াবা গ্যাং।) – Written by https://v.gd/JunayedAshrafurRahman

“The Yaba gang was finally caught.”

#Story #Fantasy #Adventure

Colonel Bachchu himself arrested a Yaba trader.

Then Colonel Bachchu’s second in command, Major Mofiz, said, “Sir, is it necessary to go to the trouble of taking this Yaba trader to our camp and interrogating him? Let’s kill this Yaba trader by crossfire.”

Hearing this, Yaba trader said, “If you touch a flower on me, then you will not exist.”

Hearing this, Colonel Bachchu felt as if someone had hit him on the head with a hammer.

But Major Mofiz got excited and said, “Sir, you just give permission. Let’s shoot the rascal with six bullets instead of two.”

Colonel Bachchu had recovered by then. So he said to Major Mofiz, “Stop, let me handle the matter.”

So Colonel Bachchu brought that Yaba trader to the camp.

After bringing Yaba trader to the camp, Colonel Bachchu sat the Yaba trader in front of him in the interrogation room and said, “I will feed you tea, coffee, cold sweets. Just tell me that you have engaged in Yaba business at the instigation of whom. Otherwise, I will interrogate you in the traditional style. Then you will be forced to tell the truth. But you will suffer unnecessarily.”

Hearing this, Major Mofiz said, “Sir, it will not work well. Rather than this, let’s interrogate in the traditional style and crossfire. It will also give our camp a reputation, and you will also get a promotion.”

After hearing this, Colonel Bachchu shook his head and said, “I have no need to get fame and promotion by killing people. Because the promotion and fame obtained by killing people will finally bring me to justice.”

Now Colonel Bachchu said to Yaba trader, “Say what you have to say quickly. If it wasn’t for me, Major Mofiz would have put you in the crossfire by now. If you kindly tell me, who brought you down to Yaba business, then we will arrange breakfast and water for you. Otherwise I’ll beat you like a dog. That’s the traditional style of interrogation.”

Hearing this, Yaba trader got scared and said, those who brought him down to Yaba business.

Colonel Bachchu said, “Didn’t you get any other work except Yaba business? If you had so much work, you could have done it even if you didn’t get into Yaba business.”

Major Mofeez said, “Sir, what is the use of singing so many morals? We have found this man in the Yaba business. Now we will either put him in the crossfire or hand him over to the police. We don’t need to know who brought him to the Yaba business.”

Hearing this, Colonel Bachchu smiled and said, “You are right. But knowing who brought this man to Yaba business, I will take the next step. If I have the power to catch them, I will catch them. If not, don’t catch them.I will hand it over to the police for Yaba business.”

Major Mofiz said, “Why can’t we arrest? We have been given the power to arrest anyone.”

Colonel Bachchu took a small sigh and said, “Yes, we have been given the power to arrest anyone in Bangladesh. But to use that power there are some complications. I am a colonel. I am an area chief. But I can’t apply the same powers as the officers above me.” Remember, if you can catch a cow with the rope you have in your hand, then you should never catch an elephant with it. If you do that, the elephant will tear the rope and twist you with its trunk. So be careful of your own power. Don’t go out to do anything.”

Hearing this, Major Mofiz said in a tone of mild protest, “Sir, I could not agree with you. I am sorry sir.”

Hearing this, Colonel Bachchu shook his head and took a long breath and said, “I am not telling you to agree with me. Rather, I am telling you to obey my orders. This is your job.”

Colonel Bachchu now said to Yaba trader, “Please tell them their identity.”

Hearing this, the Yaba business man told Colonel Bachcha the names and identities of his associates.

Finally he said, “They gave me Yaba and said, ‘You can do Yaba business safely. We will understand all kinds of problems you face while doing Yaba business. There is no one in Cox’s Bazar who can tell anything to our Yaba sales representative. Even if the Bangladesh government want to do you something, we have a system to handle it.'”

Colonel Bachchu was shocked after hearing this. He was shocked and asked Yaba trader, “If the Bangladesh government also takes action against you, they will handle that too? How is this possible?”

Hearing this, Yaba trader said, “I don’t know that.”

Hearing this, Colonel Bachchu said, “Then to know this, we have to catch them. But we need your help. I will leave you now. You go and tell them that some civil people are preventing you from doing Yaba business. Then if they ask us to resist,then you will bring them to the Naf River transit bridge. Then we will arrest them and learn from them. But you will not betray us. If you do, I will shoot you myself.”

Hearing this, Yaba trader said, “Okay. I will do as you say.”

After hearing this, Colonel Bachchu left Yaba trader.

🌟 Two days later.

Colonel Bachchu, Major Mofiz and some colleagues are sitting in civil dress under the transit bridge on the banks of the Naf river in Teknaf.

It was already evening. The night has just begun. Nevertheless, a few are perched under and around the transit bridge for spearfishing. Others have returned home.

Major Mofiz said to Colonel Bachchu, “Sir, why are you hiding like this with us? You can wait directly on the transit bridge.”

Colonel Bachchu said, “Those who fish with spears under and around this transit bridge, do not trust them. Because it is a big responsibility to understand who is an agent, who is a gangster and who is a member of drug dealers. So I am waiting for the last spear hunter to leave.”

It’s been a long night. So the last hunter also left.

After another half hour, one was heard shouting at the other, “Hey, who prevented you from doing Yaba business? Call them and tell them to come in front of us now if they have the courage.”

After hearing this, Yaba trader called Colonel Bachchu. Colonel Bachchu got the call and came out from behind with others in civil dress.

Seeing Colonel Bachchu, the bully shouted, “Hey, why did you stop my Yaba business representative? I am the boss of Chittagong Yaba businessmen. Who are you?”

After hearing this, Colonel Bachchu said in a serious voice, “We are RAB.”

Hearing this, the man said, “Keep your RAB. Today I will throw you upside down in the river Naf.”

Hearing this, Colonel Bachchu took out the machine pistol hidden behind his shirt and said, “Throw to see us overturned in the Naf river? If you can’t overturn us in the Naf river. Then I will shoot you. How will you feel then?”

Hearing this, the man said, “Sir, sir, we have made a mistake. Basically, we will not turn you over. Rather, the yaba producers in Myanmar have told us that if we face any obstacles in trading yaba in Bangladesh, they will kill those who stand in the way. It is on this assurance of theirs that we trade Yaba and talk of throwing you upside down in the river Naf.”

Colonel Bachchu then poked the man in the stomach with the barrel of his machine pistol and said, “Then tell your yaba producers in Myanmar to rescue you.”

Hearing this, the man told them through satellite phone to the people in Myanmar to rescue them.

It was said from the other end, “We are coming in half an hour.”

After half an hour indeed a speedboat entered the Naf River from the south through the Bay of Bengal.

As they approached the transit bridge, they started firing. But hearing the sound of their firing, screams were heard from the BGB camp near the transit. And soon the gunshots were heard. In other words, Yaba terrorists of Myanmar are firing from the BGB camp after hearing the sound of gunfire.

A speedboat started coming from the north side of the transit bridge. That speedboat also belongs to BGB camp. Firing is also being done from that speedboat.

As a result of the firing from both sides, the speedboat turned again and started going in the opposite direction. That is, they started fleeing towards Myanmar. Finally the speedboat went beyond the reach of the BGB. Therefore, BGB did not go to Myanmar’s sea border. Because of this, those drug terrorists of Myanmar escaped. But from the speedboat of BGB started to hear catch, catch, catch….. .

Colonel Bachchu told Major Mofiz, “We have done our work. Now the BGB will do the work of them. We will hand over those we have caught to the police in the morning. I said that if you have the ability to catch a cow, you should not catch an elephant. But if you catch an elephant, it will tear the rope and twist it with its trunk.The current situation is the same. We have caught the yaba traders of Bangladesh like cattle. But we cannot catch the drug terrorists of Myanmar. That is, even if we have the ability to catch the criminals of our own country, there is no way to catch the criminals of that country. This is an example of the limits of power.”

And Colonel Bachchu said to Yaba Yaba trader boss, “Have you seen how it is when you commit a crime in your own country at the instigation of people from other countries?”

After saying this, Colonel Bachchu said to the others, “Take them all to the camp. Then we will hand them over to the police. Now you go, I will come later.”

When the others left, Colonel Bachchu stood alone on the transit bridge. He started to see the activities of BGB.

By then it was dawn. Standing on the transit bridge, Colonel Bachchu heard the sound of azaan from the mosque in Teknaf Bazar.

Dawn has gradually started to dawn. The moonlight in the sky has also started to decrease. Meanwhile, Colonel Bachchu started walking on the transit bridge. Now his target is Teknaf market. Go there and get into another car and go to his camp. He continued towards Teknaf Bazar. (The end) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33’58.6″N 90°41’30.4″E

My home Location ✒ https://urlz.fr/j12V But I don’t live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

“ইয়াবা গ্যাংকে অবশেষে ধরা গেল।”

কর্নেল বাচ্চু নিজে একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করলেন।

তখন কর্নেল বাচ্চুর সেকেন্ড ইন কমান্ড মেজর মফিজ বললেন,”স্যার, এই ইয়াবা কারবারিকে আমাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করার ঝামেলায় যাওয়ার দরকার কী? এই ইয়াবা কারবারিকে ক্রসফায়ার করে মেরে ফেলে রাখি।”

এ কথা শুনে ইয়াবাকারবারি বলল,”আমার গায়ে তোরা যদি একটা ফুলের টোকা দিস তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না।

এ কথা শুনে কর্নেল বাচ্চুর মনে হল কেউ যেন তিনির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে।

কিন্তু মেজর মফিজ উত্তেজিত হয়ে বললেন,”স্যার,আপনি শুধু অনুমতি দেন। দুই গুলির জায়গায় ছয়গুলি করে বদমাশটাকে গুলি করে ফেলে রাখি।”

কর্নেল বাচ্চু ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন। তাই মেজার মফিজকে তিনি বললেন,”তুমি থাম, বিষয়টা আমাকে সামলাতে দাও।”

তাই কর্নেল বাচ্চু সেই ইয়াবা কারবারিকে ক্যাম্পে নিয়ে এলেন।

ক্যাম্পে এনে ইন্টারোগেশন রুমে সেই ইয়াবা কারবারিকে সামনে বসিয়ে বলতে লাগলেন, ,”তোমাকে চা কফি, ঠান্ডা মিষ্টি সবই খাওয়াব। শুধু তুমি বলো কোনদের (কাদের/কোন লোকদের) উস্কানিতে তুমি ইয়াবার কারবারে লিপ্ত হয়েছ। তা না হলে তোমাকে প্রচলিত স্টাইলে আমি জিজ্ঞাসাবাদ করবো। তখন তুমি সত্য বলতে বাধ্য হবে। কিন্তু অযথাই কষ্ট ভোগ করবে।”

এ কথা শুনে মেজর মফিজ বললেন,”স্যার, ভালো কোথায় কাজ হবে না। এর চেয়ে বরং প্রচলিত স্টাইলে জিজ্ঞাসাবাদ করে ক্রসফায়ার করে ফেলে রাখি। তাতে আমাদের ক্যাম্পেরও সুনাম হবে, আপনারও প্রোমোশন হবে।”

এ কথা শুনে কর্নেল বাচ্চু দুপাশের মাথা নেড়ে বললেন,”মানুষ খুন করে সুনাম অর্জন আর প্রমোশন পাওয়ার আমার কোন দরকার নাই। কেননা মানুষ খুন করে প্রাপ্ত প্রমোশন আর সুনাম আমাকে অবশেষে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।”

এবার ইয়াবা কারবারিকে কর্নেল বাচ্চু বলতে লাগলেন,”তোমার যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আমি না থাকলে তোমাকে এতক্ষনে মেজর মফিজ ক্রসফায়ারে দিয়ে দিতো। যদি ভালোয় ভালোয় বলে দাও, তোমাকে কারা ইয়াবার কারবারে নামিয়ে দিয়েছে, তাহলে আমরা তোমার জন্য নাস্তা পানির ব্যবস্থা করব। তা না হলে তোমাকে কুকুরের মতো পেটাবো। এটাই হচ্ছে প্রচলিত স্টাইলে জিজ্ঞাসাবাদ।”

এ কথা শুনে ইয়াবা কারবারি ভয় পেল এবং বলল, কারা কারা তাকে ইয়াবা ব্যবসায় নামিয়েছে।

কর্নেল বাচ্চু বললেন,”ইয়াবা কারবার ছাড়া তুমি কি আর কোন কাজ পাওনি? এতো কাজ থাকতে তুমি ইয়াবার কারবারে না নামলেও তো পারতে।”

মেজার মফিজ বললেন,”স্যার, এতো নীতি কথার গান গেয়ে লাভ কী? এই লোককে আমরা ইয়াবা ব্যবসায় পেয়েছি। এখন একে আমরা হয় ক্রসফায়ারে দেব, নয়তো পুলিশের হাতে দিয়ে দেব। তাকে কে বা কারা ইয়াবা ব্যবসায় নামিয়েছে, সেটা জানা তো আমাদের কোন দরকার নাই।”

এ কথা শুনে কর্নেল বাচ্চু মুচকি মুচকি এসে বললেন,”তোমার কথা ঠিক আছে। কিন্তু এই লোককে ইয়াবা ব্যবসায় কারা নামিয়েছে, সেটা জেনে আমি পরবর্তী পদক্ষেপ নেব। যদি ওদেরকে ধরার মতো ক্ষমতা আমার থাকে তাহলে ধরব। তা না হলে, ওদেরকে না ধরে এই লোকটাকে ইয়াবা কারবারের দায়ে পুলিশের হাতে তুলে দেব।”

মেজর মফিজ বললেন,”কেন ধরতে পারব না? আমাদেরকে তো যে কেউকে গ্রেফতার করার ক্ষমতা দিয়ে দেয়া আছে।”

কর্নেল বাচ্চু ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,”হ্যাঁ, আমাদেরকে বাংলাদেশের যে কেউকে গ্রেফতার করার ক্ষমতা দেয়া আছে। কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করতে গেলে কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। আমি একজন কর্নেল।আমি একটা এরিয়ার চিফ। কিন্তু আমি চাইলেই আমার উপরের কর্মকর্তাদের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারি না। মনে রাখবে, তোমার হাতে যে দড়ি আছে, সেই দড়ি দিয়ে যদি গরু ধরতে পার, তবে তুমি সেটা দিয়ে কখনো হাতি ধরতে যেও না।তা করলে হাতি দড়িও ছিঁড়বে আর তোমাকেও নিজের শুঁড় দিয়ে পেঁচিয়ে মারবে। তাই সাবধান তোমার নিজের ক্ষমতার বাইরে কোন কিছু করতে যেও না।”

এ কথা শুনে মেজর মফিজ মৃদু প্রতিবাদের সুরে বললেন,”স্যার, আমি আপনার সঙ্গে সহমত হতে পারলাম না। আই এম সরি স্যার।”

একথা শুনে কর্নেল বাচ্চু মাথা ঝাঁকাতে ঝাঁকাতে একটা লম্বা দম নিয়ে বললেন,”তোমাকে আমি বলছি না যে, তুমি আমার সঙ্গে একমত হও। বরং আমি তোমাকে বলছি, তুমি আমার কমান্ড মেনে কাজ কর। এটাই তোমার চাকরি।”

কর্নেল বাচ্চু এবার ইয়াবা কারবারিকে বললেন,”ভালোয় ভালোয় ওদের পরিচয় বলে দাও।”

এ কথা শুনে কর্নেল বাচ্চকে ইয়াবা কারবারি লোকটা ওর সহযোগীদের নাম ও পরিচয় বলল।

অবশেষে বলল,”ওরা আমাকে ইয়াবা প্রদান করে বলেছিল, ‘তুমি নিশ্চিন্তে ইয়াবার ব্যবসা কর। ইয়াবার ব্যবসা করতে গিয়ে তোমার যত ধরনের সমস্যা হয় সেগুলো আমরা বুঝব। এই কক্সবাজারে এমন কারো সাধ্য নাই যে আমাদের ইয়াবা বিক্রয় প্রতিনিধিকে কেউ কিছু বলে। এমনকি বাংলাদেশ সরকারও যদি তোমাকে কিছু করতে চায় তাহলে সেটা সামলানোর ব্যবস্থাও আমাদের আছে।'”

এ কথা শুনে কর্নেল বাচ্চু একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি হতবাক হয়ে চোখ বড় বড় করে ইয়াবা কারবারিকে জিজ্ঞেস করলেন,”বাংলাদেশ সরকারও যদি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেটাও ওরা সামলে নেবে? এটা কীভাবে সম্ভব।”

এ কথা শুনে ইয়াবা কারবারি বলল,”সেটা তো আমি জানি না।”

এ কথা শুনে কর্নেল বাচ্চু বললেন,”তাহলে এটা জানতে হলে ওদেরকে ধরতে হবে। কিন্তু তোমার সহযোগিতা আমাদের দরকার। আমি এখন তোমাকে ছেড়ে দেব। তুমি ওদেরকে গিয়ে বলবে, কয়েকজন সাধারণ লোক তোমাকে ইয়াবার কারবার করতে বাধা দিচ্ছে। তখন ওরা যদি আমাদেরকে প্রতিহত করতে বলে , তাহলে তুমি ওদেরকে নাফ নদীর ট্রানজিট ব্রিজে নিয়ে আসবে। তখন আমরা ওদেরকে গ্রেফতার করে ওদের কাছ থেকে সেগুলো জানব। কিন্তু তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যদি বিশ্বাসঘাতকতা কর তাহলে তোমাকে আমি নিজে গুলি করে মারব।”

এ কথা শুনে ইয়াবা কারবরি বলল,”ঠিক আছে। আমি আপনার কথা মতোই কাজ করব।”

একথা শোনার পর ইয়াবা কারবারিকে কর্নেল বাচ্চু ছেড়ে দিলেন।

দুদিন পরের ঘটনা

টেকনাফের নাফ নদীর তীরে ট্রানজিট ব্রিজের নিচে কর্নেল বাচ্চু, মেজর মফিজ আর কয়েকজন সহযোগী সিভিল ড্রেসে বসে আছেন।

সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই। সবে রাত শুরু হয়েছে। তা সত্ত্বেও ট্রানজিট ব্রিজের নিচে এবং আশেপাশে বরশি দিয়ে মাছ শিকার করার জন্য কয়েকজন বসে আছে। অন্যরা বাড়ি ফিরে গিয়েছে।

কর্নেল বাচ্চুকে মেজর মফিজ বললেন,”স্যার, আমাদেরকে নিয়ে আপনি এভাবে লুকিয়ে আছেন কেন? সরাসরি ট্রানজিট ব্রিজের উপরে গিয়েই তো অপেক্ষা করতে পারেন।”

কর্নেল বাচ্চু বললেন,”এই ট্রানজিট ব্রিজের নিচে এবং আশেপাশে যারা বরশির মাধ্যমে মাছ ধরে, ওদেরকে বিশ্বাস নাই। কারণ ওদের মধ্য থেকে কে কার এজেন্ট, কে গাদ্দার আর কে মাদকচকদের সদস্য, সেগুলো বোঝা বড় দায়।তাই আমি অপেক্ষা করছি শেষ বরশি শিকারিটা চলে যাওয়া পর্যন্ত।”


অনেক রাত হয়েছে। তাই শেষ বরশি শিকারিটাও চলে গিয়েছে।

আরো আধাঘন্টা পর শোনা গেল একজন আরেকজনকে ধমকে ধমকে বলছে,”কীরে, তোকে কারা ইয়াবা ব্যবসায় বাধা দিয়েছে? ওদেরকে ফোন করে বল, সাহস থাকলে এখন আমাদের সামনে আসতে।”

এ কথা শোনার পর ইয়াবা কারবারিটা কর্নেল বাচ্চুকে ফোন করল। কর্নেল বাচ্চু ফোন পেয়ে সিভিল ড্রেসে অন্যদেরকে সঙ্গে নিয়ে আড়াল থেকে বেরিয়ে এলেন।

কর্নেল বাচ্চুকে দেখে ধমকাতে থাকা লোকটা চেঁচিয়ে বলল, “কীরে, তুই আমার ইয়াবা ব্যবসায়ী প্রতিনিধিকে বাধা দিলি কেন? আমি চট্টগ্রামের ইয়াবা কারবারিদের বস। তুই কে?”

এ কথা শুনে কর্নাল বাচ্চু গম্ভীর কন্ঠে বললেন,”আমরা র‍্যাব।”

এ কথা শুনে সেই লোকটা বলল,”রাখ তোর র‍্যাব। আজকে তোদেরকে উল্টে নাফ নদীতে ফেলব।”

এ কথা শুনে কর্নেল বাচ্চু শার্টের আড়ালে লুকিয়ে রাখা মেশিন পিস্তলটা বের করে বললেন,”ফেল তো দেখি আমাদেরকে নাফ নদীতে উল্টে? যদি আমাদেরকে নাফ নদীতে উল্টে ফেলতে না পারিস। তাহলে তোদেরকে গুলি করে মারব। তখন কেমন লাগবে?”

এ কথা শুনে সেই লোকটা বলল,”স্যার,স্যার, আমাদের ভুল হয়ে গেছে। মূলত আমরা আপনাদেরকে উল্টে ফেলব না। বরং মিয়ানমারের ইয়াবা উৎপাদনকারীরা আমাদেরকে বলেছে ,আমরা যদি বাংলাদেশে ইয়াবার ব্যবসা করে কোন বাধা পাই তাহলে ওরা মিয়ানমার থেকে এসে আমাদেরকে উদ্ধার করবে এবং যারা বাধা দিয়েছে তাদেরকে মেরে ফেলবে। ওদের এই আশ্বাসেই আমরা ইয়াবা ব্যবসা করছি এবং আপনাকে নাফ নদীতে উল্টে ফেলে দেবার কথা বলেছি।”

কর্নেল বাচ্চু তখন মেশিন পিস্তলের নল দিয়ে সেই লোকটার পেটে আচ্ছামতো একটা গুঁতো মেরে বললেন,”তাহলে মিয়ানমারের তোদের ইয়াবা উৎপাদনকারীদেরকে বল তোদেরকে উদ্ধার করার জন্য।”

এ কথা শুনে লোকটা স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওদের মিয়ানমারের লোকদেরকে বলল তাদেরকে উদ্ধার করার জন্য।

অপর প্রান্ত থেকে বলা হলো,”আধা ঘণ্টার মধ্যে আমরা আসছি।”

সত্যিই আধা ঘণ্টা পর দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে নাফ নদীতে একটা স্পিডবোর্ড প্রবেশ করল।

ট্রানজিট ব্রিজের কাছাকাছি এসেই ওরা গুলিবর্ষণ শুরু করল। কিন্তু ওদের গুলিবর্ষণের আওয়াজ শুনে ট্রানজিদের পাশেই বিজিবি ক্যাম্প থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেল। এবং পরক্ষণেই গুলির আওয়াজও শোনা গেল। অর্থাৎ মিয়ানমারের ইয়াবা সন্ত্রাসীদের গুলির আওয়াজ শুনে বিজিবি ক্যাম্প থেকেও গুলি করা হচ্ছে।

ট্রানজিট ব্রিজের উত্তর দিক থেকেও একটা স্পিডবোট আসতে লাগলো।সেই স্পিডবোটটাও বিজিবি ক্যাম্পের। সেই স্পিডবোট থেকেও গুলিবর্ষণ করা হচ্ছে।

দু দিকের গুলিবর্ষণের ফলে স্পিডবোটটা আবার বাঁক নিয়ে উল্টোদিকে যাত্রা শুরু করল। অর্থাৎ মিয়ানমারের দিকে পালাতে লাগল। অবশেষে সেই স্পিডবোটটা বিজিবির নাগালের বাইরে চলে গেল। তাই মিয়ানমারের সমুদ্রসীমায় বিজিবি আর গেল না। এই কারণে মিয়ানমারের ওই মাদক সন্ত্রাসীরা পালিয়ে গেল। কিন্তু বিজিবির স্পিডবোট থেকে শোনা যেতে লাগল ধর্ ধর্ ধর্….।

মেজর মফিজকে কর্নেল বাচ্চু বললেন,”আমাদের কাজ আমরা করে ফেলেছি। এখন বিজিবির কাজ বিজিবি করবে। আমরা যাদেরকে ধরেছি ওদেরকে সকালে পুলিশের হাতে দিয়ে দেব। আমি বলেছিলাম গরু ধরার ক্ষমতা থাকলে হাতি যেন না ধরা হয়। কিন্তু হাতি ধরলে দড়িও ছিঁড়বে, শুঁড় দিয়ে পেঁচিয়েও মারবে। এখনের অবস্থাও হয়েছে তাই। আমরা গরুর মতো বাংলাদেশের ইয়াবা কারবারিদেরকে ধরতে পেরেছি। কিন্তু মিয়ানমারের মাদক সন্ত্রাসীদেরকে ধরতে পারছি না। অর্থাৎ নিজদেশের অপরাধীদের ধরার ক্ষমতা থাকলেও অন্যদেশে গিয়ে সেই দেশের অপরাধীদের ধরার উপায় থাকে না। এটাই হচ্ছে ক্ষমতার সীমার একটা উদাহরণ।”

আর ইয়াবা কারবারি বসকে কর্নেল বাচ্চু বললেন,”এবার দেখেছিস, অন্য দেশের মানুষের উস্কানিতে নিজের দেশে অপরাধ করলে কেমন হয়?”

এ কথা বলে অন্যদেরকে কর্নেল বাচ্চু বললেন,”তোমরা এদের সকলকে ক্যাম্পে নিয়ে যাও। এরপর আমরা ওদেরকে পুলিশের হাতে দিয়ে দেব। এখন তোমরা যাও, আমি পরে আসছি।”

অন্যরা চলে গেলে কর্নেল বাচ্চু একা দাঁড়িয়ে রইলেন ট্রানজিট ব্রিজে। দেখতে লাগলেন বিজেপির তৎপরতা।

ততক্ষণে ভোর হতে শুরু করেছে। টেকনাফ বাজারের মসজিদের আজানের ধ্বনি ট্রানজিট ব্রিজে দাঁড়িয়ে কর্নেল বাচ্চু শুনতে পেলেন।

ক্রমে ক্রমে ভোর হতে শুরু করেছে। আকাশের চাঁদের আলোটাও কমতে শুরু করেছে। এরই মধ্যে কর্নেল বাচ্চু ট্রানজিট ব্রিজে হাঁটতে লাগলেন। এখন তিনির লক্ষ্য টেকনাফ বাজার। সেখানে গিয়ে আরেকটা গাড়িতে উঠে চলে যাবেন নিজেদের ক্যাম্পে। তিনি চলতে লাগলেন টেকনাফ বাজারের দিকে।(সমাপ্ত) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33’58.6″N 90°41’30.4″E

My home Location ✒ https://urlz.fr/j12V But I don’t live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings